ঢাকার ধামরাই পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সাপ্লাই পানি প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ধামরাই পৌরবাসী। এসময় তারা ‘সাপ্লাই পানি চাই না’, ‘এই প্রকল্প বন্ধ করুন’ বলে স্লোগান দিতে থাকে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ভবনে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ে পানির স্তর খুব কাছাকাছি এবং আমরা সহজেই সুপেয় ও নিরাপদ পানি পাচ্ছি। কোন একটা কুচক্রী মহল নিজেদের পকেটে মোটা অংকের টাকা নেওয়ার জন্য এই প্রকল্প পাশ করিয়েছে। আমাদের সাপ্লাই পানির কোনো প্রয়োজন নেই।
উক্ত মানববন্ধনে ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/একেবি