রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ইউপি সদস্যের বসতঘরে মিলল সরকারি ওষুধ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

ইউপি সদস্যের বসতঘরে মিলল সরকারি ওষুধ

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বসতঘরে অভিযান চালিয়ে সরকারি ওষুধ, জন্মনিরোধক পিলসহ বেশ কিছু স্বাস্থ্য সামগ্রী এবং নগদ টাকা জব্দ করেছে যৌথবাহিনী। 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এ সময় জব্দকৃত মালামালসহ ওই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫ 

সেলিনা আক্তার ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নম্বর মাইজগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং নূরপুর গ্রামের সাবুল আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানান, তার বাড়ির বসতঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে কয়েকটি কার্টুনে থাকা পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধসহ বেশ কিছু সামগ্রী এবং নগদ টাকা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


অভিযোগ উঠেছে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে এসব বাড়িতে রেখে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন তিনি। 

আরও পড়ুন: সাবেক এমপির বাড়ি ভেকু দিয়ে ভাঙার পর আগুন দিলো দুষ্কৃতকারীরা

তবে সেলিনা আক্তার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দু’জন স্বাস্থ্যকর্মী তার বাসায় রেখে বিনামূল্যে মানুষের মধ্যে এসব ওষুধ সরবরাহ করতেন। 

খবর পেয়ে ছুটে আসেন উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফসি) ডা. সুর্বণা রায় তুলি। তিনি বলেন, ‘আমি এখনও প্রসূতিকালীন ছুটিতে আছি। এখনও দায়িত্ব গ্রহণ করিনি। এসব ওষুধ-স্বাস্থ্য সামগ্রী এখানে থাকার কথা নয়। কীভাবে এলো, সেটাও বলতে পারব না।’

অভিযানে উপস্থিত ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক অসিত রঞ্জন দেব বলেন, যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাইজগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তারের বাড়িতে। তার বসতঘরের একটি কক্ষের খাটের নিচ থেকে বেশ কিছু সরকারি ওষুধ ও নগদ টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর