ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা।
শনিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নেত্রকোনায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫
এতে ফাহমি গোলন্দাজের বাড়ির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, ভোররাতে শত শত লোক হামলা চালিয়ে বাড়ির দু’টি গেট মাটি কাটার ভেকু মেশিন দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সকাল ৬টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, সকাল থেকেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিনিধি/ এমইউ