নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে আয়েশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র আসুয়াতের
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী মুঠোফোনে ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুটি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ বিল্লাল আলীর মেয়ে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ছোট্ট আয়েশা নিজ গ্রামের বাড়ি শামুকখোলা থেকে তার মায়ের সঙ্গে পার্শ্ববর্তী সত্রহাজারি গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। এ দিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলছিল আয়েশা। এ সময় তার মা ও অন্যান্য লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকেরা খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশেই থাকা ডোবাতে আয়েশাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ