শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

বাংলাদেশে বিজিপি সদস্যের মৃত্যু 

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

বাংলাদেশে বিজিপি সদস্যের মৃত্যু 

মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণে প্রাণ রক্ষায় সেই দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া এক বিজিপি (মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ) সদস্যের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: টেকনাফে আশ্রয় নিয়েছে বিজিপি'র দুই শতাধিক সদস্য 

নিহত বিজিপি সদস্যের নাম কোয়া নন্দ (৩০)। তিনি বিজিপির ল্যান্স কর্পোরাল। গত ২৮ জুলাই থেকে তিনি অসুস্থ ছিলেন।

এ বিষয়ে লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বলেন, ২৮ জুলাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: সেন্ট মার্টিনে পালিয়ে এলো ৩১ রোহিঙ্গা ও ২ বিজিপি


বিজ্ঞাপন


তাকে বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

প্রায় একমাস চট্টগ্রাম ও কক্সবাজার মর্গে রাখার পর ৫ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাসের উপযুক্ত প্রতিনিধির উপস্থিতিতে সর্বোচ্চ মর্যাদায় যথাযথ ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে রামু শ্মশানে মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর