শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকা মেইলের নিউজ প্রকাশের পর পদত্যাগ করলেন ড. মোর্শেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেইলের নিউজ প্রকাশের পর পদত্যাগ করলেন ড. মোর্শেদ

ঢাকা মেইলে নিউজ প্রকাশের পর পদত্যাগ করলেন ড. মো. মোর্শেদ হোসেন। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ড. মোর্শেদকে বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি

তখন এ বিষয়ে ঢাকা মেইলে 'বেরোবির আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি 'এই শিরোনাম নিউজ প্রকাশ করা হয়েছিল। এরপরই রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. মোর্শেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের অধ্যাপক শফিক আশরাফ। 

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে সাংস্কৃতিক সমাবেশ 


বিজ্ঞাপন


এ বিষয়ে কথা বলতে অধ্যাপক ড. মোর্শেদ হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক যৌথ নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে ডিনস কাউন্সিল বা ক্ষেত্রমতে বিভাগীয় চেয়ারম্যানদের আলোচনাক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদানের নির্দেশ দেয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর