মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিয়ালের কামড়ে ২৫ জন আহত 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিরতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মিন্টু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু ও এক নারী আহত 

তিনি বলেন, সন্ধ্যার দিকে আমি খবর পাই যে গ্রামের মানুষকে শিয়ালে কামড়াচ্ছে। এ ধরনের খবর পেয়ে বাড়িতে ফিরতে চাই। কিন্তু, আমাকে বাড়ি থেকে ফোন করে জানানো হয় যে আমার বাড়ির উঠানে এসে শিয়াল চারজনকে কামড়ে আহত করেছে। পরে আমার বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে। শিয়ালের ভয়ে মানুষজন বাড়ি থেকে দলবেঁধে লাঠি নিয়ে বের হচ্ছে।

ইউপি সদস্য রেজাউল করিম মিন্টু আরও বলেন, আমার জানা মতে অন্তত ২৫ জনকে একটি শিয়াল কামড়ে আহত করেছে। আহতদের মধ্যে অনেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে অসুস্থ বুটেড ঈগল উদ্ধার

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, চরখরিচা গ্রামে শিয়ালের কামড়ে কেউ আহত হয়েছেন, এমন কোনো খবর আমার জানা নেই। হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছেন সকালে খোঁজ নিয়ে জানানো যাবে। তবে আমাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর