শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

মুন্সিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে দুই শিশু ও এক নারী আহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে পগলা কুকুরের কামড়ে দুই শিশু ও এক নারী আহত

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাঘেশ্বর এলাকায় পাগলা কুকুরের কামড়ে একই বাড়ির তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে মহিতুন নেছা বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বুধবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাখালী ইউনিয়নের বাঘেশ্বর এলাকার দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় আহতরা হলেন - সদর উপজেলার বাঘেশ্বর গ্রামের জিয়াউল ঢালীর ছেলে জিসান ঢালী (৮), একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মেহতাব (৭) ও দেওয়ান বাড়ির কাদের দেওয়ানের স্ত্রী মুহিতুন নেছা (৬৫)। তাদের তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাঘেশ্বর দেওয়ান বাড়ির উঠানে সাইকেলের ওপরে বসে মোবাইল চালাচ্ছিলেন জিসান ও মেহতাব। 

তখন হঠাৎ করে রাস্তার একটি পাগলা কুকুর জিসানের পায়ে কামড় দিয়ে সাইকেল থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে আরও একটি কামড় দেয়। পরে সঙ্গে থাকা মেহতাবকে দু’টি কামড় দেয়। এমন সময় মহিতুন নেছা তাদেরকে বাঁচাতে এলে তার শরীরের বিভিন্ন স্থানে চারটি কামড় দেয়। পরে তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে। 

এরপর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডা. প্রান্ত সরদার আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তিনি জানান, তিনজনের মধ্যে দু’জন শিশু ও একজন বৃদ্ধা। তাদের তিনজনের মধ্যে মহিতুন বেশি আহত হয়েছে। তাদের তিনজনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর