নাটোরের নলডাঙ্গায় একটি অসুস্থ বুটেড ঈগল উদ্ধার করেছে জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সদস্যরা।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার মাধনগর থেকে ওই ঈগলটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাপের ছোবলে গৃহবধূ হাসপাতালে
স্থানীয়রা জানান, আজ বুধবার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধনগর সাব-পোস্ট অফিস এলাকায় অসুস্থ অবস্থায় একটি বুটেড ঈগল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিবিসিএফ'র সদস্য ও সবুজ বাংলার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঈগলটি উদ্ধার করে।
পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে বুটেড ঈগলটি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে
বিজ্ঞাপন
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ সদস্যরা। সারাদেশে বন্যপ্রানী সংরক্ষণে বিবিসিএফ-এর ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করছেন।
উদ্ধার হওয়া বুটেড ঈগলটিকে আমরা অসুস্থ অবস্থায় পাই। পরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন - রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইন্ডলাইফ স্কাউট সোহেল রানা, বিবিসিএফ-এর প্রচার সম্পাদক ফজলে রাব্বী, আনসার কমান্ডার মুক্তার হোসেন প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ