শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দীঘিনালায় বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

দীঘিনালায় বন্যার পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুর রশীদ।


বিজ্ঞাপন


জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে দীঘিনালার মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাবুল্যা কার্বারী পাড়ার পল্টু চাকমার মেয়ে রুষা চাকমা (১১) বাড়ির পাশে গোসল করতে যান। বন্যার পানিতে এলাকা প্লাবিত হয়ে পুকুর তলিয়ে যায়। পুকুরে গোসলে নামার পর ডুবে যায় রুষা। দীর্ঘক্ষণ পর বাড়ি না ফেরায় পুকুরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রুষা চাকমা চংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

গাজীপুরে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার শান্তি চাকমা জানান, খবর পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মামুনুর রশীদ বলেন, ইতোমধ্যে সরেজমিনে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান মহোদয় পরিবারটির খোঁজ খবর নিয়ে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর