সিলেটের বিশ্বনাথে গত ৪ আগস্ট পৌর শহরের পুরান বাজার এলাকায় জামায়াত নেতা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী আমজদ আলীর ওপর হামলার ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দলের নিবন্ধন ফেরত চান জামায়াত নেতা
আমজদ আলী বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ছাড়াও মামলায় বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটসহ ১০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: কচুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, মামলার অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ