শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিপদসীমার ওপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

বিপদসীমার ওপর দিয়ে বইছে খোয়াই নদীর পানি

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের ভারী বর্ষণ এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। 

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতের পর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: টানা বৃষ্টিতে নোয়াখালীর বেশিরভাগ এলাকা প্লাবিত

বুধবার সকাল থেকেই পানি বিপদসীমা অতিক্রম করতে থাকে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। গত দু’দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। বুধবার দুপুর ১২টায় খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার এবং ভারত-বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১.৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

আরও পড়ুন: ফেনীতে ভয়াবহ বন্যা: মাছ ধরতে গিয়ে প্রাণ গেল তরুণের


বিজ্ঞাপন


তিনি বলেন, তবে আজ (বুধবার) ত্রিপুরায় বৃষ্টিপাত কিছুটা কমেছে। আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকে পানি কমে যাবে। শহররক্ষা বাঁধ ভাঙার কোনো আশঙ্কা নেই। এখনও পর্যন্ত কোথাও বন্যা বা প্লাবন দেখা দেয়নি।

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর