শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে জামালপুরে লং মার্চ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জামালপুরের আশেক মাহমুদ কলেজে জমায়েত হওয়ার পর সেখান থেকে লং মার্চ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে সমাবেশ করে আন্দোলনকারীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি নেতারা

সেখানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার ও সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের পরিকল্পিত হত্যার বিচারসহ চার দফার দাবি জানান বক্তারা। 

ছাত্র জনতার ওপর করা মামলা অপসারণ করে সেই নিপীড়নকারী প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বাতিল করারও কথা বলেন তারা। 

আরও পড়ুন: শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি 


বিজ্ঞাপন


এছাড়া প্রশাসন ও বিচার বিভাগে যারা এত দিন বৈষম্যের শিকার হয়েছেন - তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিনিধি/ এমইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর