আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাসহ সব খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তারা একটি বিক্ষোভ মিছিলও বের করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
মিছিলটি শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় পৌঁছলে জামায়াত-শিবিরের একটি মিছিল এ কর্মসূচিতে যোগ দেয়।
পরে বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা ছাত্রদের হত্যার দায়ে শেখ হাসিনার বিচার করাসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান।
প্রতিনিধি/ এমইউ

