মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে ৫০০ ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

নাটোরে ৫০০ ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পিকআপ ভ্যানে ফেনসিডিল, চালক-হেলপার গ্রেফতার 

আজ দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - শহরের উত্তর বড়গাছা (জোলারপাড়) এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে হাসিবুল হাসান হিমেল (২৭)।

আরও পড়ুন: সরাইলে বাসের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শহরের হরিশপুর বাইপাস এলাকায় গেয়েন্দা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাব্বির ও হিমেল নামে দুই যুবকের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর