গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে গাড়িটির চালক মমিন মিয়া (২৯) ও হেলপার রাকিব ইসলাম (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রংপুর-ঢাকা মহসড়কের পলাশবাড়ী চৌরাস্তা মোড় থেকে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আবেদ আলীর কাছে চাকরি প্রার্থীদের নিয়ে যেতেন প্রিয়নাথ
গ্রেফতার মাদক কারবারি মমিন মিয়া রংপুর কোতয়ালী থানার নুরপুর গ্রামের হাসান মিয়ার ছেলে এবং রাকিব ইসলাম একই গ্রামের রেজাউল করিমের ছেলে।
পুলিশ জানায়, মহাসড়কের ওপর গাড়ি চেকিংয়ের সময় বগুড়াগামী একটি নীল রংয়ের টাটা পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। এতে গাড়ির ভেতরে থাকা ২০০ ফেনসিডিল জব্দ করাসহ চালক ও হেলাপারকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আটোয়ারীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নানি-নাতনির
বিজ্ঞাপন
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ