রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

কোটাবিরোধী সহিংসতায় নিহত ইমতিয়াজের লাশ যাচ্ছে যশোরে

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

কোটাবিরোধী সহিংসতায় নিহত ইমতিয়াজের লাশ যাচ্ছে যশোরে

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় নিহত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্র ইমতিয়াজ আহমেদ ডালিমের (২০) লাশ যাচ্ছে যশোরে।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কোটা আন্দোলনে সাংবা‌দি‌কের ওপর হামলা কোনো ছাত্রের কাজ নয়

সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ইমতিয়াজের লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়েছে। তবে যশোরে পৌঁছতে রাত হবে।

নিহত ইমতিয়াজ আহমেদ ডালিম যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন। রামপুরার বনশ্রী এলাকায় থাকতেন ইমতিয়াজ।

আরও পড়ুন: বরিশালে বিএনপি-জামায়াতের নেতাসহ কর্মীদের ধরপাকড় অব্যাহত


বিজ্ঞাপন


তার নিহত হওয়ার খবরে যশোরের ঝিকরগাছার দেউলিতে অবস্থিত গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ইমতিয়াজের ঊরুতে দু’টি গুলি লেগেছিল এবং গলা ভেদ করেছিল একটি গুলি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান তিনি। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর