কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে বরিশালে বিএনপি-জামায়াতের নেতাসহ কর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে ছয়জন গ্রেফতার হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুলিশ সদস্যকে কামড় দেওয়ায় নারী ভাইস চেয়ারম্যান গ্রেফতার
এর আগে গত সাত দিনে শতাধিক বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক।
আরও পড়ুন: সেন্টমার্টিনে ট্রলার ডুবে ছাত্রলীগের নেতাসহ নিখোঁজ ৩
বিজ্ঞাপন
শুক্রবার গ্রেফতার ব্যক্তিরা হলেন - চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিল্টন মেম্বর, ইদ্রিস আলীর ছেলে কামাল হোসেন, আরিফ, রুবেল ও সাহেব আলী।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, দেশব্যাপী নাশকতাকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযানে শুক্রবার বরিশালে ছয়জন গ্রেফতার হয়েছেন। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
প্রতিনিধি/ এমইউ