রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন 

মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টায় পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ২৫

শহরের টাউনক্লাব রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন - মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, গৌতম নারায়ণ রায় চৌধুরী,  নুর দিদা খালেদ রবি, মোহাম্মদ সেন্টু মিয়া ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সভাপতি রেজাউল করিম সিকদার (মন্টু), সহ-সভাপতি আবু সাঈদ মোহাম্মদ নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতারা। 

সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধারা বলেন, এই প্রজন্ম ইতিহাস জানে না। বিভিন্ন দলের উস্কানিতে আজকে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ এবং কটূক্তি করছে। 

আরও পড়ুন: গাইবান্ধায় কোটা ইস্যু নিয়ে ত্রিমুখী সংঘর্ষ 


বিজ্ঞাপন


যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো শোনার আগে আমরা কেন মরে গেলাম না। আমরা চাই এ প্রজন্ম তাদের ভুল সংশোধন করে আদালতের রায় মেনে নিবে এবং কোনো দলের উস্কানিতে বিশৃঙ্খলা করবে না।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর