ফেনীর ছাগলনাইয়ায় পিএইচপি কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ গাছু (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জ এলাকার পিএইচপি কারখানায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রিয়াদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা শিংগা গ্রামের মো. নয়ন গাছুর বড় ছেলে। তিনি পিএইচপি স্টিল মিলে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিয়াদ পিএইচপি স্টিল মিলের নির্মাণাধীন একটি ভবনের কাজ করছিলেন। এ সময় তিনি পাম্পের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিএইচপি মিলের হিসাব বিভাগের কর্মকর্তা নুরুল আমিন বলেন, কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক মারা গেছেন। কোম্পানির সঙ্গে কথা বলে আমরা রিয়াদের পরিবারকে সহযোগিতা করব।
বিজ্ঞাপন
ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বলেন, বিদ্যুৎ দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করা হবে।
প্রতিনিধি/এসএস