বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু 

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

আইপিএস মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু নাছের সোহাগ (৩৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাবিদ ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত সোহাগ একই ইউনিয়নের মোল্লা বাজার এলাকার নোয়াব আলী নতুন বাড়ির নোয়াব আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।  তিনি স্বেচ্ছাসেবী সংগঠন জীবন আলোর কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন।

নিহতের চাচা আল জাবেদ বলেন, আবু নাছের সোহাগ ইলেকট্রিক মিস্ত্রি হলেও অত্যন্ত মানবিক ছিল। কারও বিপদ শুনলেই কাজ ফেলে পাশে দাঁড়াত। পুরো উপজেলায় সে অনেক মানবিক কাজ করেছে। ৪৩ বার স্বেচ্ছায় রক্তদান করেছে। তানভীর নামের এক ব্যক্তির ঘরে আইপিএস মেরামতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। উদ্ভূত মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবু নাছের সোহাগ দুই ভাই-বোনের মধ্যে সবার বড়। পুরো কোম্পানীগঞ্জে তার মানবিক কাজের সুনাম রয়েছে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় তার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় নিহতের স্বজনরা থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর