শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপু‌রে বিশেষ ক‌্যা‌ম্পেইন, ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপু‌রে বিশেষ ক‌্যা‌ম্পেইন, ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

দিনাজপুরের বোচাগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক‌্যা‌ম্পেইনের উদ্ধোধন করেছেন উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী।

এ সময় এলাকার গরিব ও হতদরিদ্র প্রায় ২ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ ৫০০ হাইজেনিক ও নিউট্রিশন সামগ্রী অল্প মূল্যে দেওয়া হয়।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুলাই) সকালে গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ, পীরগঞ্জ ও বীরগঞ্জ সিডিপির যৌথ আয়োজনে উপজেলার ইশানিয়া ইউনিয়নের জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে দিনব্যাপী এই ক‌্যা‌ম্পেইন হয়।

আরও পড়ুন

ফেনীতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ডেন্টাল সেবা

গুড নেইবারস্ বাংলাদেশের নর্দান এরিয়ার প্রধান সিমান্ত চিসিমের সভাপতিত্বে উদ্বোধনী ক‌্যা‌ম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মো. আফছার আলী, উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী শাহা, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু, ২ নম্বর ইউনিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি কালাম উদ্দিন লাভলু, গুড নেইবারস্ বাংলা‌দেশের সোশ্যাল ইকোন‌মি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া,  উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার খায়রুল বাসার প্রমুখ।

মেলায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. শেখ সাদেক আলী, গাইনি বিশেষজ্ঞ ডা. শাহনাজ ফারজানা আফরোজ এবং দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ওয়াহেদুল হক উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর