রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে পাচারের সময় বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন

সাতক্ষীরা সীমান্তে পাচারকালে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

রোববার (৭ জুলাই) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

inj-1

গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুরের পার্বতীপুরের দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক, আব্দুল খালেকের ছেলে শাহীন আলম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম। এসময় আতিয়ার নামে একজন পালিয়ে যায়।

inj-3


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, পলাতক আসামি আতিয়ার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন ও আরোজার মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। গতরাতে তারা ট্রেনে করে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিনজনকে গ্রেফতার করা হলেও মূলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর