মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সীমান্তে পাচারকালে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।


বিজ্ঞাপন


বিজিবি জানা যায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

আরও পড়ুন

আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

সকাল সাড়ে ৭টার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দফতরে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির নাম ঠিকানাসহ বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর