বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় একটি ডোবা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নদীতে গোসল করতে নেমে হাফেজ ছাত্রের মৃত্যু
মারা যাওয়া দুই বোন হচ্ছেন - হিমা আকতার (৫) ও জান্নাতি (আড়াই)। তারা বারপুর উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক হাবিব ইসলামের মেয়ে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বিজ্ঞাপন
অটোরিকশা চালক হাবিবের মা রিপা বেগম বলেন, সকাল ১০টার দিকে দুই বোন খেলতে গিয়ে নিখোঁজ হয়। আমরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে যে খেলার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে মারা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ