রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে পাঁচগাও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম সুমন নিহত হয়েছেন। স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৭ জুলাই) দুপুরে পাঁচগাও ইউনিয়নের আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে ইউপি চেয়ারম্যান সুমন সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন। এ ঘটনায় অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে মনিরুজ্জামানের লোকজন প্রকাশ্য গুলি করে চলে যায়।

পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্য ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

এইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর