রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সেতুর নাট চুরির দায়ে দুই চোর জেলহাজতে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের তারাগঞ্জে সেতুর নাট চুরি করার সময় হাতেনাতে ধরে দুই চোরকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় রংপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা বাদী হয়ে মামলা দায়ের করেন তারাগঞ্জ থানায়।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বরাতি সেতুতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাদপুর গ্রামের একরামুল হকের ছেলে মাইদুল ইসলাম (৩৬) ও আব্দুল মজিদের ছেলে রুবেল হোসেন (৩৮)।

আরও পড়ুন

অবৈধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড, জরিমানা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরীর নদীর বরাতি সেতুর ওপর অবস্থিত পুরনো সেতুর পাশে নতুন করে জাইকার অর্থায়নে ২০২১ সালে সেতু নির্মাণ করা হয়। পুরনো সেতুতে কৃষকেরা ধান, ভুট্টাসহ ফসল শুকান। এবং সেই ধান, ভুট্টা টাকার বিনিময়ে পাহারা দেন সেতুঘেঁষা গ্রামের বাসিন্দা কাছু মামুদ ও মকবুল হোসেন।

Rang

রাত ১১টার দিকে তারা দু’জনে নতুন সেতুতে নাট খোলার শব্দ পান। এরপর তারা দু’জনে গ্রামবাসীসহ চোরকে ধাওয়া করে আটক করেন। পরে এলাকাবাসী তারাগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন দুই চোরকে।

এ বিষয়ে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক বলেন, গ্রামবাসীর মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ১১টি নাট ও একটি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রংপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর