অবৈধ ফিলামেন্টের কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বাজারজাত, মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অর্থ জরিমানা করা ও দোকান সিলগালা করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম।
উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান,শৈলকুপা দুধ বাজার এলাকার সূতা ও জাল বিক্রিএ কয়েকটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দুই দোকানে অবৈধ জাল মজুদ,বাজারজাত ও বিক্রির দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও সলেমান শেখ নামে আরেক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান ও দোকান সিলগালা করা হয়। পরে মজুদ করা জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম বলেন, বারবার নদ-নদী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েও এই জাল বিক্রি বা ব্যবহার কমানো যাচ্ছে না৷ তাই এবার এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও আরেক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান ও দোকান সিলগালা করা হয়েছে। আশা করছি অবৈধ এসব জালের হাত থেকে নদ নদীর দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে।
অভিযানকালে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস