রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় দোকান থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণ চুরি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে চাউল বাজার সংলগ্ন ড্রামপট্টি বাইশ ক্যারেট শিল্পায়লয় নামক দোকান থেকে সাড়ে ৬ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দোকানের মালিক কমল কর্মকার  সোমবার (১ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার পৌরসদরের চাউল বাজার সংলগ্ন ড্রামপট্টি বাইশ ক্যারেট শিল্পালয় নামক দোকানে চুরির সংগঠিত হয়।

gold-2

এ সময় চোরেরা পাশের হোসেন মুন্সীর টিনের দোকানের দরজা খুলে মাঝখানের পার্টিশন বোর্ড ভেঙে ভেতরে ঢুকে দোকানের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার ও স্বর্ণ গলানোর মেশিনসহ চুরি করে নিয়ে যায়৷ যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

সোমবার (১ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত ঢাকা মেইলকে বলেন,  আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করছি। যারা এ চুরির সঙ্গে জড়িত অপরাধী তাদের আইনের আওতায় আনা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন