ফেনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে এ ঘটনা ঘটে।
রোববার (৩০ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় ওই ট্রাক চালক মারা যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় অটোরিকশা উল্টে মার মৃত্যু, অক্ষত শিশু
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে চালক মো. মোস্তফা (৫০) নিহত হয়েছেন। নিহত ট্রাক চালক মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুহুরদীচর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া বিপুল টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন রাবি শিক্ষার্থী
বিজ্ঞাপন
তিনি বলেন, নিহত ব্যক্তি চালকের পাশের আসনে বসে ছিলেন। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সম্ভবত চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিলেন। চালকের সহকারী পলাতক। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ