মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭২৭ পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৭২৭ পরীক্ষার্থী

বরিশালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেননি ৭২৭ পরীক্ষার্থী। 

রোববার (৩০ জুন) বিকেলে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৩২ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

তিনি জানান, ২০২৪ সালের এ পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ১৫৩ জন। কিন্তু কেন্দ্রে উপস্থিত হয়েছেন ৬০ হাজার ৪২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা শতকরা ১.১৯ ভাগ। এ পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন আরও বলেন, ২০২৪ সালে বরিশাল বোর্ডের ১৩৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে এ কেন্দ্রের সংখ্যা ছিল ১৩১টি। 

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া বিপুল টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন রাবি শিক্ষার্থী


বিজ্ঞাপন


এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ১৫৩ জন, এটা গত বছর ছিল ৬৪ হাজার ৫৭১ জন। এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭২৭ জন, যা গত বছর ছিল ৩৮০ জন। তবে কোনো পরিদর্শককে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর