মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

৩২ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

৩২ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন রাবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত '৮ম তারুণ্য উৎসব' আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এশিয়ান পার্লামেন্টারি ধারায় অনুষ্ঠিত বিতর্কে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩/২ ব্যালট ব্যবধানে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শনিবার (২৯ জুন) চুয়েটের বাস্কেটবল গ্রাউন্ডের গ্রান্ড স্টেইজে ফাইনাল বিতর্কটি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া বিপুল টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন রাবি শিক্ষার্থী

ফাইনালের মোশন নির্ধারণ করা হয়েছিল 'এই সংসদ উন্নয়নশীল দেশে শিল্পায়নের স্বার্থে পরিবেশ ধ্বংসকে সমর্থন করে না।' রাবির হয়ে প্রতিনিধিত্ব করেছেন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান। এতে বিতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাধন মুখার্জি ও মিশাদ ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সিফাত হোসেন।

বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিতার্কিক মিশাদ ইসলাম বলেন, এত বড় আয়োজনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের। সেই সঙ্গে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই ভালো লাগছে। বিতর্ক অঙ্গনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক। মুক্তবুদ্ধি চর্চায় দিন শেষে বিতর্কের জয় হোক।

আরও পড়ুন: স্থগিত হওয়া রাবির দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর


বিজ্ঞাপন


বিজয়ী বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, তাদের সাফল্যে আমরা খুবই আনন্দিত। দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। তারা আমাদের মুখ উজ্জ্বল করেছে। আশা করছি, সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর