শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নানার কবর দেখতে গিয়ে লাশ হলো তাহমিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০৭:৫৫ এএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের বিরামপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় তাহমিদ সরকার নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর কলেজ বাজার তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত তাহমিদ সরকার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মহদীপুর গ্রামের শামীম সরকারের ছেলে।

আরও পড়ুন

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্থানীয়রা জানান, তাহমিদ সরকারের নানা মারা যাওয়ায় পরিবারসহ মামার বাড়িতে আসে। বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে নানার কবর দেখতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গেলে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন