রাজবাড়ী জেলার পাংশায় বাদাম তুলতে গিয়ে রাসেল ভাইপারের ছোবলে আহত হয়েছেন মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক।
পরে অবশ্য সাপটিকে তিনি মেরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।
মধু বিশ্বাস চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় খেত থেকে বাদাম তোলার সময় আমাকে একটি সাপ ছোবল দেয়। এ সময় আমি চিৎকার করলে আশপাশের অন্য কৃষকরা এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে মৃত সাপসহ আমি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে চিকিৎসকরা এটিকে রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।
বিজ্ঞাপন
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, রাসেলস ভাইপারের কামড়ে আহত হয়ে এক কৃষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
আরও পড়ুন
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, রাসেলস ভাইপার সাপের দংশনে এক কৃষক হাসপাতালে এসেছেন। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়েছে।
হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন খান বলেন, আমার ইউনিয়নের কৃষক মধু বিশ্বাসকে রাসেলস ভাইপার নামক সাপে কামড় দিয়েছে। তার অবস্থা এখন বেশি ভালো না। তাকে ফরিদপুর পাঠানো হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, রাসেলস ভাইপার নামক সাপের কামড়ে এক কৃষক অসুস্থ আছেন। আমরা তার সার্বক্ষণিক খোঁজ রাখছি।
প্রতিনিধি/এসএস