মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটের একটি মুদি দোকান থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ মার্চ) উপজেলার বাংলাবাজার ঘাটের লিটন মিয়া নামে এক মুদি দোকানি তার দোকান থেকে সাপটি ধরেন। পরে তিনি সাপটিকে ধরে একটি প্লাস্টিকের জারে আটকে রাখেন।
স্থানীয়রা জানায়, শিবচর বাংলাবাজার ঘাটের অন্যান্য স্টোর নামের একটি দোকানে মালিক লিটন মিয়া গত সোমবার তার দোকানের ফ্রিজের পাশে সাপটি দেখতে পান। পরে তিনি কৌশলে সাপটি ধরে একটি প্লাস্টিকের জারে ভরে রাখেন। সাপটি সম্পর্কে জানতে তারা ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দেয় এবং তারা জানতে পারেন সাপটির নাম রাসেল ভাইপার।
বিজ্ঞাপন
লিটন মিয়া বলেন, ‘আমি আসলে জানতাম না এই সাপটি এত বিষধর। গুগলে সার্চ দিয়ে জানতে পারি এটি বিষাক্ত রাসেল ভাইপার সাপ। আমি প্রশাসনকে জানিয়েছি, সাপটি আমার কাছ থেকে তারা যত দ্রুত সম্ভব যেন নিয়ে যায়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, ‘রাসেল ভাইপার সাপটির কথা আমরা জেনেছি এবং বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে।’
এইউ

