মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে গভীর রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়াল ও বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালকসহ দু’জন।
বিজ্ঞাপন
এ ঘটনায় রাতেই গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহাম্মদ সোহাগকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সদর উপজেলার শিলই এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে বিকেলে বাড়ি থেকে বের হয় ইতালি প্রবাসী নাসির,তার বন্ধু মোকসেদ গাজী ও সোহাগ। পরে সুন্নতের খাতনার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে ৩ বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের ধারণা মোটরসাইকেলের দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের তাতিকান্দি গ্রামের হান্নান ছৈয়ালের ছেলে ইতালি প্রবাসী নাছির ছৈয়াল (২৭) ও বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামের দিন ইসলাম গাজির ছেলে মোকশেদ গাজি (২৮) বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এছাড়া আহত সোহাগের বাড়ি পার্শ্ববর্তী বানিয়াল মহেশপুর এলাকায়।
আরও পড়ুন
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা শোয়েব আলী ঢাকা মেইলকে ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটির দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়াল ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিন বন্ধু একসঙ্গে রাতে উপজেলার হাসাইল থেকে মুন্সিগঞ্জ সদরে ফেরার পথে বেশনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ি থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
প্রতিনিধি/এসএস

