মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাজেক থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

সাজেক থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু

সাজেক থেকে ফেরার পথে দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) রাতে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত পর্যটকের নাম রাজিব শেখ (২৫)। নিহত রাজীব শেখের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। সেই শাহ আলম শেখ ছেলে। তিনি মোটরসাইকেলে করে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, মাইনী ব্রিজ এবং রাস্তা সরু হওয়ার কারণে প্রায়ই এ স্থানে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান বলেন, রাজীব শেখসহ চার পর্যটক সাজেক ভ্রমণ শেষে দু’টি মোটরসাইকেলে করে খাগড়াছড়িতে ফিরছিলেন। এ সময় মাইনী বেইলি ব্রিজ ওপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর