রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাগড়াছড়িতে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২০

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ০৮:২১ এএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ি গুইমারাতে শান্তি পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গুইমারা থানার ওসি আরিফ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সাজেক থেকে ফেরার পথে পর্যটকের মৃত্যু

স্থানীয়রা জানান, শান্তি পরিবহন বাস চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে যাচ্ছিল। গুইমারা উপজেলার হাতিমুড়ার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

kharachori


বিজ্ঞাপন


গুইমারা থানার ওসি আরিফ আমিন জানান, দুর্ঘটনার পরপর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ১৫-২০ জনের মতো যাত্রীকে চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন