সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

জীবননগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

জীবননগরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে অগ্নিকাণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ির আসবাবপত্র টিনসেড পুড়ে ছাই হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা।


বিজ্ঞাপন


শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুবলপুর গ্রামের আসাদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাসার গ্যাস সিলিন্ডারের সংযোগের রাইজারের ছিদ্র থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। পুড়ে যায় ঘরে থাকা নগদ টাকাসহ অন্যান্য মালামাল।

আরও পড়ুন

গাইবান্ধায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

ভুক্তভোগী আসাদুল মিস্ত্রী বলেন, সন্ধ্যায় আমার স্ত্রী রান্নার প্রস্তুতি নিতে গেলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে আমার ঘরের ভেতর ও বাইরে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় আমার ঘরে থাকা এক লাখ ৩০ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্র সব মিলিয়ে ৬ লাখ টাকার ক্ষতি সাধন হয়।


বিজ্ঞাপন


জীবননগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আজিজ রহমান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আশপাশের মানুষ। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর