বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় আগুনে ৫ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার খোলাহাটি ইউনিয়ন দক্ষিণ আনালেরতাড়ীর স্কুলের মোড় নামক স্থানে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের আহাজারির দৃশ্য। 

এর আগে, বুধবার  (১২ জুন) দিবাগত রাতে ওইস্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে একটি দোকানে আগুন দেখা যায়। এ থেকে একে একে আরও চার দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা হলেন-মনোহারি ও চায়ের দোকানদার আনোয়ারুল, ডেকোরেটর ব্যবসায়ী রাজা মিয়া, ইলেকট্রিশিয়ান তরু মিয়া, কম্পিউটারের দোকানদার ফিরোজ মিয়া ও মোকলেস মিয়া।

এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, প্রাথমিকভাবে কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ড সূত্রপাত হতে পারে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান  বলেন, বিষয়টা জেনেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর