কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৯ জুন) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা।
এ দুর্ঘটনায় মৃত শিশুরা হলো - পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি (৩)। রোববার বিকেলে তাদের মরদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
আরও পড়ুন: নানা বাড়ি বেড়াতে এসে মাদরাসাছাত্র নিখোঁজ, বাগানে মিলল মরদেহ
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। ওই সময় পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের পায়নি। একপর্যায়ে হাফেজখানার পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে হাফেজখানার ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয়-স্বজনরা তাদের পুকুর থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

