রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বাবার সঙ্গে ঘাস কাটতে গিয়ে ফেনীতে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. আনোয়ার হোসেন (১৪)। তিনি উত্তর কাশিপুর এলাকার আমীর হোসেনের নতুন বাড়ির নুর করিমের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোজাম্মেল হক রিয়াদ জানান, দুপুরের দিকে আনোয়ার তার বাবা নুর করিমের সাথে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে লীলানী জলা খালে যান। প্রতিমধ্যে ঝড় ও বজ্রপাত শুরু হলে আনোয়ার ও তার বাবা দৌড়ে আশ্রয়ের স্থলে যাচ্ছিলেন। এসময় বিকট শব্দে আরেকটি বজ্রপাত হলে আনোয়ার মাটিতে লুটে পড়ে। পরে তার বাবা নুর করিম পেছনে তাকিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আনোয়ার হোসেন  স্থানীয় উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সোনাগাজী উপজেলায় বজ্রপাতে চরছান্দিয়া এলাকায় ২টি মহিষ ও ১টি গরু মারা গেছে বলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন