রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চিরিরবন্দরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুর চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুশান্ত সরেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৪ জুন) রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সুশান্ত সরেন ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকার সোনাই চন্দ্র সরেনের ছেলে। আহত যুবক চিরিরবন্দর উপজেলার স্বরস্বতীপুর এলাকার রবিন সরেনের ছেলে বিশ্বজিৎ সরেন।

স্থানীয়রা জানান, সুশান্ত সরেন ও বিশ্বজিৎ সরেন মিলে আমতলী এলাকার লিচুবাগান থেকে লিচু নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন

তাড়াশে ট্রাক্টর-নসিমন সংঘর্ষ, নিহত ১

আমতলী বাজারের পাশে চকমুসা এলাকায় পৌঁছালে ফুলবাড়ী থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সুশান্ত সরেন নিহত হন। গুরুতর আহত বিশ্বজিৎ ও সরেনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।


বিজ্ঞাপন


চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। চাপা দেওয়া ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর