সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মহালছড়ি উপজেলা চেয়ারম্যান হলেন বিমল কান্তি চাকমা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৬:১৬ এএম

শেয়ার করুন:

মহালছড়ি উপজেলা চেয়ারম্যন হলেন বিমল কান্তি চাকমা

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে । এতে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা ) সমর্থিত প্রার্থী বিমল কান্তি চাকমা (কাপ-পিরিচ)।

আরও পড়ুন

মানিকছড়িতে পিসিপি নেতা আটকের প্রতিবাদে বিক্ষোভ  

বিমল কান্তি চাকমা (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে ১০ হাজার ১শ ৩৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংজরী চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৫২ ভোট ।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বই প্রতীক নিয়ে ১১ হাজার ১শ ০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে সুইনুচিং চৌধুরী ১১হাজার ৮শ ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর