মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মানিকছড়িতে পিসিপি নেতা আটকের প্রতিবাদে বিক্ষোভ  

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি 
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

মানিকছড়িতে পিসিপি নেতা আটকের প্রতিবাদে বিক্ষোভ  

খাগড়াছড়ির মানিকছড়িতে নিরাপত্তা বাহিনীর হাতে পিসিপি নেতা অংসালা মারমাকে আটকের ঘটনায় প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা ১২টায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজায় হামলা বন্ধের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

অংসালা মারমা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি সদরের জামতলা এলাকা থেকে ওই মিছিল মিছিল বের করা হয়। মিছিলটি পেট্রোল পাম্প এলাকা ঘুরে আবার জামতলায় এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অুনষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন - বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা, মানিকছড়ি উপজেলার নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক মিলি মারমা, পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুসে মারমা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: কল্পনা চাকমার অপহরণ মামলা খারিজের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা বলেন, অংসালা মারমাকে আটকের ঘটনায় নিন্দা জানাই। পার্বত্য চট্টগ্রামে নেতা-কর্মী আটক করে, মিথ্যা মামলা দিয়ে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না। অবিলম্বে এই দমন-পীড়ন বন্ধ করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, আটক পিসিপি নেতা অংসালা মারমা ও মোটরসাইকেল চালক মংসাপ্রু মারমাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর