রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গভীর রাতে ভোট কেনার সময় টাকাসহ আটক ৩

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার শাজাহানপুরে ভোটের আগের রাতে ভোট কেনার জন্য মরিয়া হয়ে ওঠে প্রার্থী ও তাদের একনিষ্ঠ কর্মীরা।

এমনই এক ঘটনায় স্থানীয়দের হাতেনাতে টাকাসহ আটক হন এক চেয়ারম্যান প্রার্থীর ৩ একনিষ্ঠ কর্মী।


বিজ্ঞাপন


এ সময় টাকার ব্যাগসহ আরও ২ কর্মী কৌশলে দ্রুত পালিয়ে যান বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, এসিল্যান্ড জান্নাতুল নাইম এবং থানার ওসি শহিদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানা হেফাজতে রাখেন।

আরও পড়ুন

ভোটের আগের রাতে পোলিং ও সহকারী প্রিসাইডিং অফিসার পরিবর্তন

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার আমরুল ইউনিয়নের নগর আমরুল পাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬৫), একই গ্রামের মৃত নিজাম উদ্দিন প্রামাণিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজার রহমান (৬৮) এবং জাদুবপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে কামরুজ্জামান (৪৮)। আটক ব্যক্তিরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজেদুর রহমান সাহীনের কর্মী।

থানার ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৩ ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে লুৎফর রহমান নামে এক ব্যক্তি হৃদরোগী হওয়ায় ইউএনওর পরামর্শে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হবে। আটক ব্যক্তিরা স্বীকার করেছে তারা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর