শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ফেনীতে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

ফেনীতে সাইফুল করিম (৪৫) নামের এক ভুয়া এনএসআই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) শহরের জেনারেল হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নরসিংদীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তার নাম লেখা ছিল মেজর সাইফুল করিম রাজু। এতে পদবি লেখা ছিল এনএসআই‍‍য়ের অতিরিক্ত পরিচালক।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, সাইফুল করিম রাজু নামের এক ব্যক্তিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর একটি ভুয়া আইডি কার্ডসহ আটক করা হয়। পরে ভুক্তভোগী জিয়াউর রহমান মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ৪ ডাকাত গ্রেফতার


বিজ্ঞাপন


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এ প্রতারকের বাড়ি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর