ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি মারা যাবার সময়ে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
শনিবার (১৮ মে) দুপুরে দুলার হাট থানা এলাকার ফরিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পানির পাম্পের সুইচ দিতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
মৃত ইকরা ওই গ্রামের আব্দুল জলিল ও বিবি মরিয়ম দম্পতির একমাত্র সন্তান ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরা নামের তিন বছর বয়সী ওই শিশুর মা ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি সবার অগোচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মূলত, ঘরে থাকা বিদ্যুতের প্লাগ স্পর্শ করায় তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, শনিবার দুপুরে শিশুটির মা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। তখন শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/ এমইউ