সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে নদীতে মাছ ধরে ফেরার পথে ব্যাটারিচালিত গাড়ির গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদ্যুৎ উপকেন্দ্রে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন - শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুদের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয়দের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান। দুপুরে প্রচণ্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় জনৈক নুরুল আমিনের টমটমের গ্যারেজে তারা বিশ্রাম নিতে অবস্থান করেন। একপর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে শক খান। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


বিজ্ঞাপন


ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। ওই দু’জেলের মরদেহ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর