রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চাকরির বয়সসীমা ৩৫-এর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মে) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
এ সময় সাধারণ শিক্ষার্থীরা প্লাকার্ড, পোস্টার নিয়ে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করেন।
আরও পড়ুন: নবাবগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ
বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিলিত হয়ে চাকরির বয়সসীমা ৩৫-এর দাবিতে এ মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের যারা সরকারি চাকরির বয়স ৩৫ প্রত্যাশী, এটা তাদের প্রাণের দাবি। তারা আজকে ঢাকা শহরে মহাসমাবেশের ডাক দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আছি, তারা সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এখানে উপস্থিত হয়েছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. আসাদুন নবী
আমরা জানি, ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহার দিয়েছিলেন, সেখানে উল্লেখ ছিল যে সরকারি চাকরির বয়স বৃদ্ধি করা হবে। আমরা মনে করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থী-বান্ধব ব্যক্তি। বর্তমান শিক্ষামন্ত্রী এই বিষয়ে একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দিয়েছেন, তারই প্রেক্ষিতে আমাদের আজকের এই আন্দোলন। আমরা আশা রাখবো যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই আন্দোলনকে ইতিবাচক হিসেবে দেখবেন।
প্রতিনিধি/ এমইউ